Lagnajita Chakraborty
Página inicial > L > Lagnajita Chakraborty > Preme Pora Baron

Preme Pora Baron

Lagnajita Chakraborty


প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ।

প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ।

তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ।

প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ।

প্রেমে পড়া বারণ

শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি।
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি।
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ।

প্রেমে পড়া বারণ।
কারণে অকারণ।
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ!

Encontrou algum erro? Envie uma correção >

Compartilhe
esta música

Ouça estações relacionadas a Lagnajita Chakraborty no Vagalume.FM
ESTAÇÕES